আগের রাতে স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে সৌদি আরব থেকে দেশে আসেন মঞ্জিল হোসেন নামের এক প্রবাসী। পরদিন সকালে বিমানবন্দরে নেমে দুপুর নাগাদ গ্রামের বাড়ি পৌঁছে জানতে পারেন স্বর্ণালংকার, টাকা-পয়সা এবং মেয়েকে নিয়ে মসজিদের ইমামের সঙ্গে পালিয়েছেন স্ত্রী নাসিমা আক্তার। ঘটনাটি মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস এলাকায় ঘটেছে।
উক্ত প্রবাসী খোশবাস লুতু চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। মসজিদের ইমাম ২৭ বছর বয়সী আরিফ হোসেন ওরফে কাজল বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় স্ত্রী নাসিমা আক্তারের ভাই মনির হোসেন বাদী হয়ে বরুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার মজুমদার লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা দ্রুত নেওয়া হবে বলেও জানান তিনি।
জানা গেছে, প্রায় ১৩ বছর আগে মঞ্জিলের সঙ্গে বিয়ে হয় নাসিমার। তখন থেকেই মঞ্জিল মালয়েশিয়া প্রবাসী ছিলেন। পরবর্তীতে সেখান থেকে ভালো আয়ের আশায় সৌদি আরব পাড়ি দেন তিনি। ভুক্তভোগী প্রবাসী মঞ্জিল হেসেনের একটি ছেলেসন্তান এবং দুটি কন্যাসন্তান রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post