স্বরণকালের ভয়াবহ ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চালাতে উদ্ধারকর্মী পাঠাচ্ছে বাংলাদেশ ও ওমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সশস্ত্রবাহিনীর নেতৃত্বে ১২ জনের একটি উদ্ধারকারী দল আজ রাতে তুরস্ক যাবে। অন্যদিকে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের আদেশে সিরিয়া ও তুরস্কে উদ্ধার কাজ পরিচালনার জন্য ওমানের সিভিল ডিফেন্স অ্যান্ড এ্যাম্বুলেন্স অথোরিটি (সিডিএএ) উদ্ধারকারী দল পাঠিয়েছে।
এদিকে, বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় ১০ হাজার ভ্রাম্যমাণ বাড়ি ও ১২০ জন উদ্ধারকারীর দল পাঠিয়েছে কাতার। সেই সাথে একটি ফিল্ড হাসপাতালের সরঞ্জাম এবং মানবিক সহায়তাও পাঠিয়েছে দেশটি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কাতারের বিমান ঘাঁটি থেকে সি-১৩০ মডেলের একটি বিমানে করে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ জানিয়েছে, একটি উদ্ধারকারী দল, একটি মাঠ হাসপাতাল, ত্রাণ সহায়তা, তাঁবু এবং শীতকালীন সরবরাহও পাঠানো হয়েছে। সেইসাথে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইতোমধ্যে তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য এয়ারলিফট চালু করার নির্দেশ দিয়েছেন।
এখন পর্যন্ত নিহতের সংখ্যা রেকর্ড গড়ার দিকে যাচ্ছে। এরই মধ্যে তুরস্ক ও সিরিয়া দুই দেশ মিলে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১২ হাজার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তুরস্ক ও সিরিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। খবরে বলা হয়, তুরস্কে নিহত হয়েছেন ৯ হাজার ৪৮৭ জন, আর সিরিয়ায় নিহত হয়েছেন ২ হাজার ৫৩০ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post