শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক-সিরিয়া যেন এক মৃতকূপে পরিণত হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাশের সংখ্যা। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ধ্বংসস্তূপ থেকে উদ্ধারে কাজ করছে ১১ হাজার ২২টি অনুসন্ধান ও উদ্ধারকারী দল। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৩ লাখ ৩৮ হাজার মানুষকে ডরমিটরি, বিশ্ববিদ্যালয় ও আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই। স্মরণকালের ভয়াবহ এই ঘটনায় ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান।
এদিকে, বন্ধুপ্রতীম দেশটির এমন দুঃসময়ে পাশে থাকতে উদ্ধারকাজে যাচ্ছে বাংলাদেশের মেডিকেল ও উদ্ধারকারী দুটি দল। ১০ সদস্যের উদ্ধারকারী দলে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন। এ ছাড়া চিকিৎসা সহায়তা দিতে ডাক্তার-নার্সের সমন্বয়ে একটি মেডিকেল দলও যাচ্ছে তুরস্ক। এদিকে, তুরস্কে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে কনস্যুলেটের হটলাইন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। নাম্বারটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে। (+৯০৮০০২৬১০০২৬)
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post