তথ্য প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নে সমুদ্রের নিচে সাবমেরিন ক্যাবলে বসাতে যৌথ ভাবে বিনিয়োগ করবে ওমান ও সৌদি আরব। ৪ জানুয়ারি এই চুক্তিতে সাক্ষর করেন ওমানের পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও সৌদির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।
সৌদি আরবের পক্ষে এতে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল-সওয়াহা এবং ওমানের পক্ষে ছিলেন সাঈদ বিন হামুদ আল-মাওয়ালি। সৌদির রাষ্ট্রিয় বার্তা সংস্থা জানিয়েছে, ‘প্রোগ্রামটির লক্ষ্য দুই দেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগানো এবং নিজেদের সমুদ্রসীমার মধ্য দিয়ে যাওয়া সাবমেরিন ও টেরেস্ট্রিয়াল ক্যাবলে বিনিয়োগে আগ্রহ সৃষ্টি করা।’
এই চুক্তির ফলে দুদেশের মধ্যে যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি পরিষেবায় নতুন গতি পাবে। সেইসাথে উচ্চ-গতির ইন্টারনেট ডিজিটাল আন্তঃসংযোগের সহযোগিতা করবে। এটি বিনিয়োগকারি এবং লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আঞ্চলিক ইন্টারনেট সংযোগ বাড়ানো হবে। সেই সঙ্গে বিশ্বব্যাপী ইন্টারনেটের মাধ্যমে বিশেষ নেটওয়ার্ক তৈরি হবে। যার মাধ্যমে ওমান ও সৌদি আরবে বিদেশি বিনিয়োগে সর্বাধিক সুবিধা নিশ্চিত করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post