এয়ার ইন্ডিয়ার একটি বিমানে আচমকা আগুন ধরে গিয়েছে। বিপদ এড়াতে ফ্লাইটটি আবু ধাবিতে জরুরি অবতরণ করানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস ফ্লাইট আবুধাবি থেকে কালিকট যাচ্ছিল। ফ্লাইটটি ওড়ার পরই ইঞ্জিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে আবুধাবি বিমানবন্দরেই অবতরণ করানো হয়। ফ্লাইটে মোট ১৮৪ জন যাত্রী ছিলেন। তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটি উড়ানো শুরু করতেই যান্ত্রিক ত্রুটি দেখা যায়। ফ্লাইটের ইঞ্জিনে আগুন ধরে যায়।
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বি৭৩৭-৮০০ এয়ারক্রাফটটির ইঞ্জিন থেকে আগুন বের হতে দেখা যায়। পরে মাঝ আকাশ থেকেই ফ্লাইটটিকে ফিরিয়ে আনা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ফ্লাইটটি যখন এক হাজার ফুট উচ্চতায়, ওই সময়ে বিমানের একটি ইঞ্জিনে এ আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গেই আবুধাবি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয়। -এনডিটিভি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post