আজ রাত থেকে মাস্কাট নাইটে দর্শকরা উপভোগ করবেন মনোমুগ্ধকর গান। আর সেই সব না ভোলার মতো চমৎকার গানগুলো পরিবেশন করবেন ওমানসহ বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত সঙ্গীত তারকারা। মাস্কাট ফেস্টিভ্যাল সূত্রে জানাগেছে, আজ রাতে নাসিম গার্ডেনে থাকছেন মোহাম্মাদ আল মাঞ্জি এবং হাইথাম রাফি। আগামীকাল ৩ ফেব্রুয়ারি কুরুম ন্যাচারাল পার্কেও থাকছেন তারা।
এছাড়া একইদিনে রাত ৮ টায় ওমান অটোমোবাইল এসোসিয়েশন প্রাঙ্গণে আরেকটি আকর্ষণীয় শো’তে থাকছেন সিরিয়ার বিখ্যাত সঙ্গীত শিল্পী রাশা রিজিক। অতঃপর মাস্কাট ড্রিফট এরিনায় রাত ১০ টায় বাদার আল শোয়াইবি আসছেন তার সুরের চমক নিয়ে। আর এই শো উপভোগ করা যাবে শিল্পী রাশা রিজিকের কন্সার্টের এক টিকিটেই।
মাস্কাট নাইটে আল নাসিম গার্ডেনে গান ছারাও শুক্রবার আয়োজন করা হয়েছে কবিতা সন্ধ্যার। যেখানে দর্শকদের কবিতা শোনাবেন হাইথাম আল হাদামি, আহমেদ আল শোয়াইলি, নাসের আল ঘাসানি, এবং হাইথাম আল সাকরির মতো আরও অনেকে। কন্সার্টগুলো উপভোগ করতে চাইলে অনলাইনের মাধ্যমে টিকেট করতে হবে দর্শনার্থীদের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post