ওমানে নতুন শ্রম আইন জারী করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। দেশটির নতুন বেতন সুরক্ষা ব্যবস্থা অনুযায়ী এখন থেকে কোনো মালিক যথাসময়ে তার শ্রমিককে বেতন না দিলে জরিমানা করা হবে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সূত্রে জানা গেছে, এখন থেকে কর্মীকে প্রতি মাসের ৮ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। অন্যথায় মালিককে শ্রমিক প্রতি একশো রিয়াল করে জরিমানা করা হবে।
সূত্রে আরো জানা গেছে, কোনো প্রতিষ্ঠান অথবা মালিক যদি এই আইন একাধিক বার অমান্য করে, তাহলে জরিমানার পরিমাণ আরো বৃদ্ধি পাবে। তবে, জরুরী প্রয়োজনে অতিরিক্ত সাত দিন সময় পাবে মালিক বা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে শ্রমিক এবং মালিক উভয়ের সম্মতি থাকতে হবে। নতুন এই আইনটি দেশটির বড় কোম্পানির ক্ষেত্রে মে মাস থেকে কার্যকর হবে এবং ছোট কোম্পানির ক্ষেত্রে আগস্ট মাস পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে হবে।
এদিকে, যেসব কোম্পানি শ্রমিকদের বেতন দিচ্ছেনা, তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে বলা হয়েছে। সেক্ষেত্রে উক্ত শ্রমিকের নাম পরিচয় গোপন রাখা হবে। মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানা গেছে, গেল বছর প্রায় ২৪ হাজার শ্রম অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে মজুরি সম্পর্কিত ১৩ হাজারেরও বেশি অভিযোগ রয়েছে। নতুন এই আনটি শ্রমিক বান্ধব আইন হিসেবে আখ্যায়িত করেছেন দেশটিতে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post