ঢাকার পর এবার ওমানের রাজধানী মাস্কাটেও প্রথমবারের মতো চালু হচ্ছে মেট্রো রেল। ইতিমধ্যেই এই মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের প্রথম ধাপ শুরু করেছে দেশটির সরকার। প্রকল্প শুরু করতে পরামর্শক নিয়োগের জন্য দরপত্র আহ্বান করেছে সরকার। এমন খবর জানিয়েছে দেশটির সরকারি গণমাধ্যম ওমান ডেইলি।
দরপত্রের বিবরণে বলা হয়েছে, “পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (এমটিসিআইটি) মাস্কাট মেট্রো প্রকল্প সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো প্রদানে মন্ত্রণালয়কে সহায়তা করার জন্য একটি নামী পরামর্শদাতা নিয়োগের চেষ্টা করছে। এতে আরও বলা হয়, “এই প্রকল্পটি বিভিন্ন গবেষণাদ্বারা নির্ধারিত একটি মূল গণ পরিবহন প্রয়োজনীয়তা হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং প্রকল্পের মালিক হিসাবে এমটিসিআইটি পরিচালনা করবে।
এটি চালু হলে দেশটির প্রবাসীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে মত অনেক প্রবাসীর। কারণ হিসেবে তারা প্রবাস টাইমকে বলেন, বাংলাদেশের মত ওমানে যাতায়াত ব্যবস্থা এতটা সহজলভ্য নয়। সেইসাথে রিক্সা ও সিএনজির মত নেই কোনো বাহন। ব্যক্তিগত গাড়ি ব্যতীত দেশটিতে যাতায়াত করা বেশ কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। আর তাই, এই মেট্রো রেল চালু হলে প্রবাসীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন এমন বক্তব্য তাদের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post