ভারী বর্ষণে নাকাল সংযুক্ত আরব আমিরাত। গত দু’দিনের টানা বৃষ্টিপাতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও বজ্রপাতও হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। বুধবার (২৫ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষথেকে সবাইকে সতর্ক করা হয়। বিশেষ করে পাহাড় ও পিচ্ছিল সড়ক ও নিম্নাঞ্চল দিয়ে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোর দিকে আপাতত না যেতে সতর্কতা দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস আবহাওয়া দপ্তরের বরাতে জানিয়েছে, বৃহস্পতিবারও আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমবে। একইসাথে মাঝারি এবং শক্তিশালী বাতাসের প্রভাবে ধুলি ঝড় হতে পারে বলেও জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর।। এছাড়া বৃষ্টির প্রভাবে সাগর উত্তাল থাকবে। শুক্র ও শনিবার বৃষ্টিপাত হলেও তীব্রতা কমে আসবে। আর তাপমাত্রা কমে যাওয়ায় দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post