ওমানে বাণিজ্যিক হেলিকপ্টার কার্যক্রম করোনা পরিস্থিতির জন্য দেশটির সুপ্রিম কমিটি বন্ধ ঘোষণা করেছিলো। দীর্ঘদিন বন্ধের পর বর্তমান পরিস্থিতিতে আবার চালু হলো এই সেবা। বৃহস্পতিবার ওমান টু রিকভারি অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “করোনাভাইরাস মোকাবেলার জন্য সুপ্রিম কমিটি বন্ধ ঘোষণা করেছিলো বাণিজ্যিক হেলিকপ্টার। তবে বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পাবলিক অথরিটি অব সিভিল এভিয়েশন (প্যাকা) বাণিজ্যিক হেলিকপ্টার কার্যক্রম শুরু করার অনুমোদন দিয়েছে।”
আরও পড়ুনঃ মাস্কাট এয়ারপোর্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত
প্যাকা অনলাইনে জারি করা এক বিবৃতিতে আরও বলেছে যে, “করোনা ভাইরাসে বাণিজ্যিক হেলিকপ্টারে পাইলটসহ ৪ জন যাত্রী ধারণক্ষমতার পুনরায় শুরু করার জন্য দেশটির সুপ্রিম কমিটির অনুমোদন পাওয়া গিয়েছে। কর্তৃপক্ষ আল শারকিয়া এভিয়েশন এর পরিষেবাগুলি পুনরায় চালু করার জন্য অনুমতি দিয়েছে।”
আরও দেখুনঃ করোনাজয়ী দুইজন ওমান প্রবাসীর সাক্ষাৎকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post