ওমানে নিম্নচাপের কারণে সৃষ্ট বৃষ্টিপাতের ফলে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এতে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিতব্য সাধারণ শিক্ষা ডিপ্লোমা পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মূলত বজ্রপাতের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ব ঘোষিত সময়সূচী অনুযায়ী আগামী সপ্তাহে পরীক্ষা পুনরায় শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে, নিম্নচাপের প্রভাবের ওমানের মুসান্দাম, ধোফার এবং আল উস্তার প্রদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতি ওমানের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দেশটির আবহাওয়া অধিদফতরের সর্বশেষ আপডেটে বলা হয়েছে, এই বৃষ্টিপাত আগামী শনিবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকবে। বর্তমান পরিস্থিতি নিয়ে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে মুসান্দাম, উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ, বুরাইমি, দাহিরাহ প্রদেশগুলোতে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আল দাখিলিয়া, মাস্কাট, উত্তর ও দক্ষিণ আশ শারকিয়াহ, আল ওয়াস্তা এবং উত্তরাঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post