বিশ্বের মধ্যে অন্যতম শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল জাতি হিসেবে ওমানের বেশ সুনাম রয়েছে। দেশটিতে এমন কিছু আইন রয়েছে, যার কারণে কেউ চাইলেও বিশৃংখল জীবনযাপন করতে পারবেনা। এরমধ্যে অন্যতম হচ্ছে দেশটির ট্র্যাফিক আইন। এই আইন এতটাই কঠিন যে, ট্র্যাফিক আইন অমান্য করলে প্রবাসী হউক আর ওমানি নাগরিক হউক, সাজা ভোগ করতেই হবে। এমনকি অমান্যকারী যদি দেশটির কোনো সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাও হন। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, দেশটির ট্র্যাফিক আইন অমান্য করলে শুধুমাত্র ব্যক্তিরই সাজা হয়না, ব্যক্তির সাথে গাড়ির ও জেল হয়!
অর্থাৎ ট্র্যাফিক আইন অমান্য করলে প্রথমত ব্যক্তির জেল ও জরিমানা করা হয়, দ্বিতীয়ত গাড়িরও জেল হয় এবং সর্বশেষ পয়েন্ট কাটা হয়। এভাবে কেউ একাধিকবার ট্র্যাফিক আইন অমান্য করলে একটা সময় তার ড্রাইভিং লাইসেন্সই বাতিল করে দেওয়া হয়। আর এইসব কারণেই দেশটিতে ট্র্যাফিক ব্যবস্থা ইউরোপ আমেরিকার থেকেও উন্নত।
দেশটিতে যেসব চালক আইন মেনে গাড়ি চালাবেন তাদের জন্য সুখবর দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। সোমবার (২৩ জানুয়ারি) দেশটির সরকারি গণমাধ্যম ওমান ডেইলির এক সংবাদে বলা হয়, পরিচ্ছন্ন ড্রাইভিং ট্র্যাক রেকর্ডযুক্ত ব্যক্তিরা আজীবন মেয়াদি ড্রাইভিং লাইসেন্স পাবেন। শর্ত হিসেবে ওমান পুলিশ বলছে, আজীবন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীকে অবশ্যই একজন ওমানের নাগরিক হতে হবে, একই সঙ্গে তিনি অন্য কোনো গাড়ির পেশাদার চালক হতে পারবেন না। আবেদনকারীকে মেডিকেল লেন্স এবং চশমা ব্যতীত চোখে দেখার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ চোখের প্রতিবন্ধীতা সম্পর্কিত কোনও সমস্যা থেকে মুক্ত হতে হবে।
আজীবন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১০০ রিয়াল। ওমানের আইনের রেজুলেশন নং ৩২/২০১৮-এ উল্লেখ করা হয়েছে যে, যানবাহন লাইসেন্সের মেয়াদ নিবন্ধন বা নবায়নের তারিখ থেকে এক বছর হবে এবং এটি সরকারী যানবাহন, কূটনৈতিক ও কনস্যুলার সংস্থার যানবাহন এবং ওমান সালতানাতের স্বীকৃত সংস্থাগুলির জন্য দুই বছরের জন্য হতে পারে, যদি না অনুচ্ছেদ ৩৯ এর বিধান অনুসারে বার্ষিক পরিদর্শনকরার সিদ্ধান্ত নেওয়া হয়।
আজীবনের জন্য স্থায়ী ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য, সাধারণ ট্রাফিক বিভাগ কর্তৃক নির্ধারিত শর্তাবলী মেনে চলতে হবে। স্থায়ী ড্রাইভিং লাইসেন্সধারী কর্তৃক আইন লঙ্ঘনের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহারের বিধান রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post