রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আরিফুল ইসলাম আরিফ (৫০), তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিম হাটিলা গ্রামের হাজি বাড়ির মৃত মোবারক হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন রিয়াদে চাকরি করতেন আরিফ। দুর্ঘটনার দিন মাগরিবের নামাজ পড়ে নিজ বাসায় ফিরছিলেন তিনি। পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহতের ছেলে আকরাম মামুন জানান, প্রায় এক মাস আগে তার বাবার ইকামার (কাজের অনুমতিপত্র) শেষ হয়েছে। ফলে সেখানে অবৈধ ছিলেন তিনি। ইতোমধ্যে এই সংক্রান্ত সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। আর এর মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন।
তিনি বলেন, ইকামার মেয়াদ না থাকায় বাবার মরদেহ দেশে আনা প্রায় অসম্ভব। এক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন। অন্যথায় সেখানেই তাকে দাফন করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post