নিরাপদ দেশ হিসেবে আরব বিশ্বে প্রথম স্থান অর্জন করলো ওমান। সম্প্রতি গ্লোবাল ডাটাবেস ইনডেক্স এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অপরাধমুক্ত দেশ হিসেবে গোটা বিশ্বের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ওমান। এতে সংযুক্ত আরব আমিরাত রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পঞ্চম এবং বিশ্বে ১৫ তম, কাতারের অবস্থান ২০ তম, এরপর সৌদি আরব ৩২ তম এবং কুয়েত ৪৯ তম অবস্থানে রয়েছে।
বিশ্বে নিরাপদ ও সুরক্ষিত দেশ হিসেবে ওমানের নিরাপত্তা স্তরে ৮০ দশমিক ৩ পয়েন্ট এবং অপরাধের বিস্তার পরিমাপের স্কেলে ১৯ দশমিক ৭ পয়েন্ট পেয়েছে। রয়্যাল ওমান পুলিশের কারণে দেশটির এমন অবস্থান অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে বলা হয়, নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষা, জীবন ও সম্পদ রক্ষা, সব ধরনের অপরাধ প্রতিরোধ ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আরওপির প্রচেষ্টার পরিপূরক বলে ধারণা করা হচ্ছে।
সোহারের নাগরিক আব্দুল লতিফ আল বালুশি বলেন, ওমানের জনগণ অত্যন্ত দয়ালু, যা ওমানকে বিশ্বের অন্যতম নিরাপদ দেশে পরিণত করেছে। তিনি আরও বলেন, সব ধর্মের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাই ওমানকে বিশেষ করে তুলেছে। ২০২৩ সাল নম্বো সেফটি ইনডেক্সে মোট ১৪২টি দেশ অন্তর্ভুক্ত ছিল, এরমধ্যে প্রথম স্থানে রয়েছে নেদারল্যান্ডস।
উল্লেখ্য: বিশ্বের বিভিন্ন দেশে অপরাধের হারের উপর ভিত্তি করে ২০০৯ সাল থেকে নম্বো ডাটাবেস বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে। অপরাধের সূচকটি দেশগুলির স্থানীয় আইন অনুযায়ী পরিমাপ করা হয়। ২০২১ সালে ওমান প্রবাসীদের জন্য বিশ্বের শীর্ষ পাঁচটি নিরাপদ দেশের মধ্যে স্থান পেয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post