আরব নেতাদের এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতে গেলেন ওমানের সুলতান হাইথাম বিন তারেক। এই সম্মেলনে ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত ছাড়া মিশর, জর্ডান এবং বাহরাইনের রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন। ওমানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, আবুধাবিতে একটি গাল্ফ সামিটে অংশ নিতে আমিরাতের প্রেসিডেন্টের আমন্ত্রণে ১৮ জানুয়ারি আবুধাবির উদ্দেশ্যে মাস্কাট ত্যাগ করেন সুলতান। আবুধাবি বিমানবন্দরে সুলতানকে অভ্যর্থনা জানান আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ।
এদিকে, কাতারের বার্তা সংস্থা কিউএনএ জানিয়েছে, আমির তামিম সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের আমন্ত্রণে একটি ভ্রাতৃপ্রতিম বৈঠকে অংশগ্রহণ করতে ১৮ জানুয়ারি, বুধবার আবুধাবির উদ্দেশ্যে দোহা ত্যাগ করেছেন। আবুধাবি বিমানবন্দরে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ তাকে অভ্যর্থনা জানান। এর আগে ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে মিশরের কায়রোত প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।
২০১৭ সালে সন্ত্রাসে মদদ দানের অভিযোগে কাতারের ওপর অবরোধ আরোপ করেছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর। তিন বছরেরও বেশি সময় পরে ২০২১ সালে দেশগুলোর সাথে সম্পর্ক পুনরুদ্ধার করতে সক্ষম হয় কাতার। সম্পর্ক পুনরুদ্ধারের পর এটি আবুধাবিতে কাতারি আমিরের দ্বিতীয় সফর। অপরদিকে আমিরাতের প্রেসিডেন্ট ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের সময় কাতার সফর করেছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post