মহামারির কারণে তিন বছর বন্ধ থাকার পর আগামীকাল (১৯ জানুয়ারি) থেকে ফের শুরু হচ্ছে মাস্কাট নাইট। আয়োজনের বিস্তারিত তুলে ধরতে বুধবার এক সংবাদ সম্মেলন করেছে মাস্কাট পৌরসভা। এতে বলা হয়, এবারের আয়োজন হবে চারটি স্থানে। মাস্কাটের সবচেয়ে বৃহত্তম এই উৎসব এবার কুরুম ন্যাচারাল পার্ক, আল নাসিম পার্ক, ওমান অটোমোবাইল এসোসিয়েশন (ওএএ) এবং ওমান কনভেনশন এন্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সর্বাধিক সংখ্যক শ্রোতাদের আকৃষ্ট করার জন্য প্রতিটি সাইটের একটি বিশেষ সময়সূচী, কর্মসূচি এবং শো রয়েছে যা আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে। এটি কেবলমাত্র একটি বিনোদনের কেন্দ্র নয়, এখানে বিভিন্ন দেশের সংস্কৃতি তুলে ধরা হবে। এছাড়াও এখানে বিভিন্ন দেশের পর্যটকরা অংশগ্রহণ করবে বলে জানিয়েছে মাস্কাট পৌরসভা।
আয়োজকরা জানান, টিকিট বুকিং এবং ইভেন্টের সময়সূচী দেখতে প্রযুক্তির ব্যবহার করা হবে। পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভেন্ট সাইটে নিরাপত্তা সহায়তা প্রদানের পাশাপাশি ট্রাফিক জ্যাম এড়াতে বিকল্প পথ খোলার জন্য কাজ করবে পুলিশ। এবারের আয়োজনে ১২ বছরের কম বয়সী শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে। নতুন ঘোষিত মাস্কাট নাইটসের অন্যতম ভেন্যু হবে কুরুম ন্যাচারাল পার্ক। ১৯৯৮ সালে শুরু হওয়া এই মেগা উৎসবে এবারের আয়োজন সবাইকে মুগ্ধ করবে এমনটাই প্রত্যাশা করছে আয়োজক কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post