প্রবাসী জন্ম নিবন্ধন করার সহজ নিয়ম। বর্তমানে বাংলাদেশের নাগরিক বিশ্বের সব দেশে অবস্থান করছে। এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রায় সকল প্রবাসীর বিভিন্ন কারণে জন্ম নিবন্ধন প্রয়োজন হয়। দেশের বাহিরে থেকে আপনার জন্ম নিবন্ধন সহজে অনলাইনে আবেদন সহ মূল কপি হাতে পাবেন যে ভাবে।
(১) জন্মস্থন ও জন্ম তারিখ প্রমাণ হিসাবে সংশ্লিষ্ট সরকারী-বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান হইতে ছাড়পত্র বা সরকারী-বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান হইতে জন্ম সংক্রান্ত সনদের অনুলিপি/বার্থ এটেন্ডেন্টের প্রত্যয়ণ পত্র সহ আবেদনকারীর মেশিন রিডেবল পাসপোর্টের প্রথম দুই পাতার অনুলিপি প্রদান করিতে হবে। (প্রবাসী জন্ম সনদ)
(২) আবেদনকারীর পিতা অথবা মাতার মেশিন রিডেবল পাসপোর্টের প্রথম ৭ (সাত) পাতার অনুলিপি সংশ্লিষ্ট দূতাবাসে জমা প্রদান করিতে হইবে।
(৩) উল্লেখ্য যে, আবেদনকারীর নিজের অথবা পিতা-মাতার পাসপোর্টে বর্ণিত স্থায়ী ঠিকানাই আবেদনকারীর স্থায়ী ঠিকানা হিসাবে গণ্য/ব্যবহার করিতে হইবে। তবে আবেদনকারী যদি কোন যৌক্তিক কারণ দেখিয়ে বাংলাদেশী পাসপোর্ট উপস্থাপন/প্রদান করিতে ব্যর্থ হন তবে নিবন্ধক কর্মকর্তা কর্তৃক প্রয়োজন বোধে চাহিত স্থায়ী ঠিকানা অথবা বর্তমান ঠিকানা সংক্রান্ত কাগজপত্রাদির অনুলিপি প্রদান করিতে হইবে।
(৪) আবেদনকারী কর্তৃক পূর্বে জন্ম নিবন্ধন করা হয় নাই/নাই এই মর্মে ঘোষণা পত্র প্রদান করিতে হবে। (প্রবাসীদের জন্ম নিবন্ধন কারার নিয়ম)
জন্ম নিবন্ধন পেতে সময়সীমা?
আবেদনকারী অনলাইনে আবেদন করার পর অনলাইন হইতে কপি নিবন্ধকের নিকট দাখিলের ৭ (সাত) কার্যদিবসের মধ্যে জন্ম নিবন্ধন সনদ আবেদনকারীর নিকট হস্তান্তর করা হবে।
জন্ম নিবন্ধন ফি :
সকল ব্যক্তির ৪৫ (পয়তাল্লিশ) দিন পর্যন্ত কোন ফিস লাগবে না।
সকল ব্যক্তির জন্মের ৪৫ (পয়তাল্লিশ) দিন হইতে ৫(পাচঁ ) বছর পর্যন্ত (১)এক মার্কিন ডলার লাগবে।
সকল ব্যক্তির জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন ফি (২)দুই মার্কিন ডলার লাগবে।
সংশোধনের পর সনদের কপি সংগ্রহ করার জন্য কোন ফি প্রদান করা হবে না।
সকল ব্যক্তির বাংলা-ইংরেজী উভয় ভাষায় জন্ম নিবন্ধন মুদ্রণের জন্য (১)এক মার্কিন ডলার লাগবে।
সকল ব্যক্তির পিতার নাম, মাতার নাম, ঠিকানা এবং ইত্যাদি সকল প্রকার তথ্য সংশোধনের জন্য (১)এক মার্কিন ডলার লাগবে। (জন্ম তারিখ ব্যতিত)।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post