শিশু-কিশোরদের জামাতে নামাজ পড়ার অভ্যাস গড়ার উদ্দেশ্যে এবার সাইকেল বিতরণ করেছে ওমানের একটি মসজিদ। ছোট শিশু-কিশোরদের সঠিকভাবে নামাজ আদায়, ইসলামী মূল্যবোধ, ধর্মীয় আচার-আচরণ, নিয়মানুবর্তিতা এবং দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেই এমন আয়োজন বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দেশটির মাবেলা অঞ্চলের মুসাইব বিন ওমাইর মসজিদে এই সাইকেল বিতরণ করা হয়। যেসকল শিশু কিশোররা ফজরের নামাজ মসজিদে এসে জামাতে আদায় করেছেন তাদের মধ্যে এই সাইকেল বিতরণ করেন মসজিদের ইমাম। মুসুল্লিদের ধারণা, এতে করে যুব সমাজের মাঝে ধর্মীয় আবেগ গড়ে উঠবে এবং শিশুরা অপরাধ কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখবেন।
বাইসাইকেল বিতরণ উপলক্ষে মসজিদের ইমাম বলেন, এটা কেবল শুরু। সারাজীবন নিয়মিত এই অভ্যাস ধরে রাখতে হবে। জামাতে নামাজ আদায়সহ বিভিন্ন জরুরি দ্বীনি আমলের ক্ষেত্রে এ জাতীয় উৎসাহ দেয়ার চর্চা আরো বেশি করে শুরু হলে নতুন প্রজন্মের মধ্যে দ্বীনি ও নৈতিক জাগরণের স্পৃহা তৈরি হবে বলেও মনে করেন তিনি।
এদিকে, বাংলাদেশের বেশকিছু মসজিদেও এমন চর্চা করে আসছে বেশ কয়েক বছর যাবত। এরমধ্যে গত মাসে (৯ ডিসেম্বর) নওগাঁর আত্রাইয়ে টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পেয়েছে ২০৮ শিশু-কিশোর। এর আগে গত নভেম্বর মাসে ২৩০ শিশু-কিশোরের মাঝে সাইকেল বিতরণ করে মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় জামে মসজিদ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post