নওগাঁয় প্রবাসী স্বামী বাড়িতে ফেরার মাত্র দুদিন পর স্ত্রীর রহস্যজনক মৃত্যু। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে মৃতদেহ উদ্ধার পুলিশ। রহস্যজনক এ গৃহবধূ শান্তনা পারভীন (৩২) এর মৃত্যুর ঘটনাটি ঘটেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগাচারা দক্ষিণপাড়া গ্রামে। এ ঘটনায় গৃহবধূর স্বামী প্রবাসী চঞ্চল হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচারা দক্ষিণপাড়া গ্রামের ওসমান গণির ছেলে চঞ্চল হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। এ সময় তার স্ত্রী শান্তনা পারভীন একমাত্র সন্তান সুমাইয়া আক্তারকে (১৩) নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন। শনিবার চঞ্চল হোসেন বিদেশ থেকে নিজ বাড়ি আসেন।
মঙ্গলবার ভোরে চঞ্চল হোসেন ও তার পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। গৃহবধূর মৃত্যু রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা। তবে চঞ্চল হোসেনের দাবি, ‘সোমবার রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে জেগে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় আমার স্ত্রী ঝুলে আছে। তবে কী কারণে এমনটা করেছে জানি না।’
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দুপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। তার স্বামী চঞ্চল হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post