লন্ডনের হিথ্রো বিমানবন্দরে একটি ছোট প্যাকেটে অল্প পরিমাণ ইউরেনিয়াম পাওয়া গেছে। গত ২৯ ডিসেম্বর প্যাকেটটি বিমানবন্দরে পৌঁছে। বুধবার নিয়মিত তল্লাশিতে এ প্যাকেটটি ধরা পড়ে। এটার সঙ্গে কোনো সন্ত্রাসী হুমকির সরাসরি সম্পর্ক নেই বলে ধারণা করা হচ্ছে। তবে, তদন্ত অব্যাহত রয়েছে। সন্ত্রাস দমন কমান্ড পুলিশের লন্ডন শাখা এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) বিবৃতিতে সন্ত্রাস দমন কমান্ড পুলিশের লন্ডন শাখার প্রধান রিচার্ড স্মিথ বলেন, ‘আপাতত কোনো হুমকি নেই। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে, ঘটনার রহস্য উদঘাটন করতে আমাদের কাজ অব্যাহত রয়েছে।’ প্যাকেজটির সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে উত্তর পশ্চিম ইংল্যান্ডের চেশা থেকে ষাটোর্ধ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পরবর্তীতে তাকে এপ্রিল পর্যন্ত জামিনে মুক্তি দেয়া হয়।
মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম কমান্ডের প্রধান রিচার্ড স্মিথ বলেন, ‘গ্রেপ্তার সত্ত্বেও এখন পর্যন্ত আমরা যা জেনেছি তার ভিত্তিতে বলা যায় এই ঘটনায় জনগণের জন্য সরাসরি হুমকি হতে পারে এমন কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।’ তবে এ নিয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান প্রথম এই খবর প্রকাশ করেছিল। তাদের তথ্য অনুযায়ী, প্যাকেজটি পাকিস্তান থেকে ওমান হয়ে ব্রিটেনে আসে। উল্লেখ্য বিদ্যুৎ উৎপাদন, বৈজ্ঞানিক গবেষণাসহ পারমাণবিক অস্ত্রের অন্যতম উপাদান হিসেবে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। এর মাত্রাতিরিক্ত বিকিরণ মানুষের ক্ষতির কারণ হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post