মানসিক ভারসাম্য হারিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আবুল কাশেম নামের এক রেমিট্যান্স যোদ্ধা। তবে তার পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার (১৫ জানুয়ারি) গণমাধ্যমকর্মী শরিফুল হাসান তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান। তার পরিবারের সন্ধান জরুরি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী, এই বৃদ্ধ রেমিট্যান্স যোদ্ধা শনিবার (১৪ জানুয়ারি) সকালে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্য হারিয়ে দেশে ফিরেছেন। এরপর বিমানবন্দর আর্মড পুলিশ ওই কর্মীর পরিবারের সন্ধান ও তাকে নিরাপদে হস্তান্তর করার জন্য ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে হস্তান্তর করেন।
বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের এক কর্মকর্তা বলেন, অসহায় এই প্রবাসীকে আমরা ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে রেখেছি। তবে এখন পর্যন্ত আমরা তার পরিবারের সন্ধান পাইনি। তার কাছে কোনো পাসপোর্ট ছিল না। কাজেই সঠিক কোনো ঠিকানাও পাওয়া যায়নি। তিনি ট্রাভেল পাস নিয়ে এসেছেন।
তিনি বলেন, ওই বৃদ্ধের দেওয়া তথ্য অনুযায়ী তার নাম আবুল কাশেম। তার বাবার নাম ফজেল আহমেদ। মায়ের নাম সাবানা। তিনি কখনো ঠিকানা বলছেন চট্টগ্রামের বারৈরহাট। আবার কখনো বলছেন, পাহাড়তলি ইউনিয়নের শংকরহাট, রাউজান, চট্টগ্রাম। তার ৬ মেয়ে ও ৩ ছেলে রয়েছে। তার ৩ ছেলের নাম মান্নান, নূর হাসান ও এনামুল হাসান। উক্ত প্রবাসীর পরিবারের সন্ধানে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে। কেউ কোনো তথ্য পেলে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার আল-আমিন নয়নের সঙ্গে ০১৭১২১৯৭৮৫৪ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post