তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর টাইব্রেকারেই ওমানকে ৭-৬ গোলে হারিয়ে বাংলাদেশ শিরোপা উঁচিয়ে ধরেছে। জয়ের পর তো মাঠেই আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠে লাল-সবুজ দলের প্রতিনিধিরা। ওমানে সেরা হওয়ায় আগামী মে মাসে জুনিয়র হকির মূল পর্বে খেলার দুয়ারও উন্মোচিত হয়েছে। এটিও অনুষ্ঠিত হবে ওমানের মাস্কাটে। বাছাই পর্বে লাল-সবুজ দলের কোচের দায়িত্বে ছিলেন মামুনুর রশীদ। ২০১৪ সালে অনূর্ধ্ব-২১ হকির প্রথম শিরোপা এসেছিল তার হাত ধরে। ৯ বছর পর আবারও দায়িত্ব পেয়ে শিরোপা এনে দিয়েছেন হকির অভিজ্ঞ এই ব্যক্তিত্ব।
মূল পর্বে এশিয়ার শীর্ষ দল জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, পাকিস্তান ও ভারতের মতো দল খেলবে। তাদের সঙ্গে যোগ দেবে বাছাই পর্ব পেরিয়ে আসা বাংলাদেশ, ওমান, থাইল্যান্ড ও উজবেকিস্তানসহ আরও একটি দেশ। মূল পর্বের শীর্ষ চার দল খেলবে ২০২৪ জুনিয়র বিশ্বকাপে। ওমানের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে মামুনের এখন উপলব্ধি এই দল নিয়ে বহু দূর এগোনো সম্ভব। ওমানের মতো শক্তিশালী দলকে হারিয়ে এখন বিশ্বকাপে খেলার স্বপ্ন বাংলাদেশের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post