নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে আমেরিকা ফেরত প্রবাসীর কাছ থেকে নগদ ৫ হাজার ১২০ ডলারসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিটে হযরত ঢাকা বিমানবন্দরে অবতরণ করে আমেরিকা ফেরত প্রবাসী মো. আরিফ হোসেন। বিমানবন্দর থেকে মাইক্রোবাসযোগে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাসায় যাচ্ছিলেন তিনি, এ সময় গাড়িটি কাঁচপুর সেতুর পশ্চিম পাশে ইউটার্ন নিয়ে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় আসামাত্র গাড়িটিকে সিগন্যাল দিলে প্রথমে চালক শহিদুল ইসলাম সামনের দিকে এগিয়ে যেতে থাকে।
এ সময় একটি চুন কারখানার সামনে সাদা কালারের হাইচ মাইক্রোবাস নিয়ে বেরিকেট দিয়ে আমেরিকা প্রবাসী মো. আরিফ হোসেনকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির নামে তার মানিব্যাগ ছিনিয়ে নেয়। এবং মারধর করতে থাকে। তখন তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার বাড়ির কেয়ারটেকার মো. মিজানুর রহমানকে মারধরে আহত করে।
ডিবি পুলিশের জ্যাকেট পরা ৭/৮ জন লোক প্রবাসী আরিফের নিকট থেকে মালামালসহ প্রায় ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, ডাকাতির ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post