এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ওমানের মাসকাটে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ জিতেছে ৩-০ গোলে। বাংলাদেশ সবকটি গোলই করেছে শেষ কোয়ার্টারে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর সংশয় জেগেছিল বাংলাদেশ শিবিরে। তবে চতুর্থ কোয়ার্টারে গিয়ে বাংলাদেশের যুবারা দারুণ নৈপুণ্যে দেখিয়ে জয় ছিনিয়ে নেয়।
৪৮ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন মো. জীবন। ৫৬ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেছেন মো. হোসাইন। দুই মিনিট পর মো. হাসান গোল করলে জয়টা নিশ্চিত হয় বাংলাদেশের। এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে আগে এশিয়ান জুনিয়র কাপে খেলার যোগ্যতা অর্জন করে মামুনুর রশীদের দল। ওমান ও উজবেকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে বাংলাদেশ ফাইনাল খেলবে বৃহস্পতিবার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post