ওমান ও বাংলাদেশের পাসপোর্টের মান বৈশ্বিক সুচকে তিন ধাপ এগিয়েছে। ৬৮ তম অবস্থান থেকে এ বছর সূচকে ৬৫তম স্থানে রয়েছে ওমান। আর বাংলাদেশ ১০৪তম স্থান থেকে এবার তিন ধাপ এগিয়ে ১০১তম অবস্থানে উঠেছে। সম্প্রতি লন্ডনভিত্তিক একটি কনসাল্টিং ফার্ম হেনলি অ্যান্ড পার্টনার্স এই সূচকটি প্রকাশ করেছে। ওমান শক্তিশালী পাসপোর্টের দিক থেকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনের পাশাপাশি সেরা আরব দেশ হিসাবে স্থান পেয়েছে।
সূচক অনুযায়ী, ওমানের নাগরিকরা ভিসা ছাড়াই ৮২টি দেশে প্রবেশ করতে পারবেন অথবা তাদের বিমানবন্দরে পৌঁছানোর পর ভিসা পেতে পারবেন। এই সূচকে শীর্ষে রয়েছে জাপান, দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া,তৃতীয় স্থানে রয়েছে জার্মানি ও স্পেন। রাংকিংয়ে সবচেয়ে নীচে রয়েছে আফগানিস্তান, তারপরে ইরাক ও সিরিয়া।
হেনলি অ্যান্ড পার্টনার্স কনসাল্টিং জানায়, সূচকটি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) এর তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এটি ১৮ বছর ধরে প্রকাশ করা হচ্ছে যা তিন মাস পর পর আপডেট করা হয়।
শক্তিশালী পাসপোর্ট সূচকে গত বছরের তুলনায় উন্নতি ঘটেছে বাংলাদেশের। এবারের সূচকে বাংলাদেশের সাথে যৌথভাবে ১০১তম স্থানে রয়েছে লিবিয়া ও কসোভো। হ্যানলি পাসপোর্ট সূচক-২০২৩ অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ৪১টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ১০৩তম, পাকিস্তান ১০৬তম ও আফগানিস্তানের ১০৯তম তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট। তবে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ। সূচকে ৬১তম স্থানে থাকা মালদ্বীপের নাগরিকরা ৮৯টি দেশে ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। বাংলাদেশের প্রতিবেশী ভারত ৮৫তম স্থানে রয়েছে। ভারতের নাগরিকরা বিশ্বের ৫৯টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। অন্যদিকে, গত বছরের তুলনায় একধাপ উন্নতি ঘটেছে ভুটানের। ৯০তম স্থানে থাকা ভুটানের নাগরিকরা ৫৩টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post