নিজ দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য এবার নতুন উদ্যোগ গ্রহণ করলো সৌদি সরকার। আগামী জুন থেকে দেশটির মদিনা অঞ্চলে বেশকিছু পেশায় ৪০ থেকে শতভাগ পর্যন্ত সৌদিকরণের কথা জানিয়েছে সৌদি সরকার। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (এমএইচআরএসডি) এই তথ্য প্রকাশ করেছে।
সৌদি সরকার নীতিমালায় জানিয়েছে, স্থানীয়করণের ক্ষেত্রে ৪০ শতাংশ লক্ষ্যমাত্রা রেস্টুরেন্টের কর্মীদের জন্য প্রযোজ্য হবে। যেখানে সেবা, খাবারের রান্নাঘর, ফাস্ট ফুড স্টোর, স্ট্যান্ড-অ্যালোন বা মিশ্র-ব্যবহারের ভবন, কমপ্লেক্স এবং বন্ধ বাণিজ্যিক কেন্দ্রগুলিতে জুসের দোকান ইত্যাদি। অর্থাৎ একটি রেস্টুরেন্টের ৪০ শতাংশ কর্মী সৌদির নাগরিক হতে হবে। এছাড়াও এক শিফটে ৪ জন বা তার বেশি কর্মী থাকলে সেখানেও এই আইন প্রয়োগ করা হবে। একইসাথে ক্যাফে অথবা পানীয় কিংবা আইসক্রিম দোকানের ক্ষেত্রে ৫০ শতাংশ প্রযোজ্য হবে। পরিচ্ছন্নতা কর্মী ও লোডিং আনলোডিং শ্রমিকরা বাদে খাদ্য ও পানীয় পাইকারি কাজে নিয়োজিত শ্রমিকদের উপরও এই আইন প্রয়োগ করা হবে। বিক্রয় আউটলেটে ২০ শতাংশ সৌদি কর্মী হতে হবে।
রেস্তোরা এবং ক্যাফে ক্ষেত্রের স্থানীয়করণ থেকে বাদ দেওয়া পেশাগুলো হচ্ছে ক্যাফেটেরিয়া; ক্যাটারিং ঠিকাদার; ক্যাটারার; কারখানা, অফিস, হাসপাতাল, স্কুল, রেস্টুরেন্ট এবং হোটেল ভিলার অভ্যন্তরে ক্যাফে ক্যান্টিন এবং ক্যাফেটেরিয়া। সৌদির মানব সম্পদ মন্ত্রণালয় বলছে, বিপণন বিশেষজ্ঞ এবং বিক্রয় প্রতিনিধির পেশায় স্থানীয়করণ করতে হবে ৪০ শতাংশ। অ্যাকাউন্টিং সেক্টরে স্থানীয়করণ হবে শতভাগ। নির্দিষ্ট পেশা এবং কার্যক্রম কোড অনুযায়ী এই আইন মদিনা অঞ্চলে পরিচালিত সমস্ত বেসরকারি খাতের প্রতিষ্ঠানে প্রয়োগ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post