অভিবাসীদের জন্য ঘোষিত রিক্যালিব্রেশন প্রক্রিয়ার মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করলো মালয়েশিয়া। অভিবাসী শ্রমিকদের জন্য এমন সুখবর দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা বিদেশি কর্মী কোটার আবেদনে বিদ্যমান শর্ত ও পদ্ধতি শিথিল করে একইসাথে আইনের শাসনের ভিত্তিতে অভিবাসী শ্রমিকের অধিকার রক্ষার কথা জানিয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বিদেশি কর্মীদের বিষয়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নসুশান ঈসমাইল। মন্ত্রী বলেন, অভিবাসী কর্মীদের দেশে ফিরে যাওয়া ও মালয়েশিয়ায় বৈধভাবে থাকার প্রক্রিয়া নিয়ে যে রিক্যালিব্রেশন পদ্ধতি ঘোষণা করা হয়েছিলো তা এ বছড়জুড়ে চলবে। এ প্রক্রিয়ায় যারা রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন কিন্তু সব ধরনের তথ্য সরবরাহ করতে পারেননি তারা জরিমানা দিয়ে ভিসা করতে পারবেন এবং যারা দেশে ফিরে যেতে চান তারা ফিরে যেতে পারবেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এ ঘোষণা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি। ধারনা করা হচ্ছে খুব শিগগিরই এ নিয়ে প্রজ্ঞাপন জারি করবে সরকার।
দেশটিতে এখন থেকে বিদেশি শ্রমিকদের ব্যবস্থাপনায় ‘প্রধান কাস্টডিয়ান’ হবে এমনটি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের আরও ভালভাবে পরিচালনা করা খুব গুরুত্বপূর্ণ। কারণ, তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদেশী শ্রম গ্রহণ ত্বরান্বিত করা হলে বছরের প্রথম ত্রৈমাসিকে দেশের মোট দেশজ উৎপাদন ১% পর্যন্ত বৃদ্ধি করতে পারে বলেও জানান তিনি।
সাইফুদ্দিন আরও বলেন, উভয় মন্ত্রণালয়ই বিদেশি কর্মী কোটার আবেদনের বিদ্যমান শর্ত ও পদ্ধতি শিথিল করতে সম্মত হয়েছে, যার মধ্যে বিদেশি শ্রম নিয়োগের জন্য নিয়োগকর্তাদের যোগ্যতার মূল্যায়ন, অভিবাসন প্রক্রিয়া এবং নিরাপত্তা পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে। উদ্দেশ্য হলো- প্রক্রিয়াগুলিকে সহজ করে বিদেশি শ্রমিকদের এক মাসেরও কম সময়ে মালয়েশিয়ায় আনা। তিনি কর্মীদের অধিকার ও কল্যাণের প্রতি গুরুত্বারোপ করে বলেন, সরকার নিশ্চিত করবে মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের ব্যবস্থাপনা যেন আইনের শাসনের উপর ভিত্তি করে হয়; যা প্রতিটি অভিবাসী শ্রমিকের অধিকার রক্ষা করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post