পবিত্র রমজান মাস বরকত ও কল্যাণের মাস। আল্লাহর দয়া ও অনুগ্রহ লাভের মাস। এই মাসে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে। এই মাসে মানুষের মাঝে সংযম, সুশৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা তৈরি হয়। মানুষ আল্লাহর আরও বেশি ঘনিষ্ঠ ও কাছের হয়। লুনার ক্যালেন্ডার অনুযায়ী প্রতিবছর ১০-১১ দিন এগিয়ে আসে রমজান মাস। তাই আগামী বছর মার্চের শেষে রমজান মাস শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হিজরি সনের নবম মাস রমজানে অত্যন্ত মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সঙ্গে রমজান পালন করা হয়ে থাকে।
২০২৩ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হবে তার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রতিষ্ঠান এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি হিসেব-নিকেশ অনুযায়ী ২০২৩ সালের রমজান মাস আগামী ২৩ মার্চ (বৃহস্পতিবার) শুরু হতে পারে। এ বছরের রমজান মাস ২৯ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন হবে আগামী ২১ এপ্রিল (শুক্রবার)। এছাড়া চলতি বছরে সংযুক্ত আরব আমিরাত থেকে দু’টি চন্দ্রগ্রহণ দেখা যাবে বলেও জানিয়েছেন এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘রমজান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সুপথ প্রাপ্তির সুস্পষ্ট পথনির্দেশ আর হক-বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুতরাং তোমাদের যে কেউ এ মাস পাবে সে যেন অবশ্যই এর রোজা রাখে।’ হিজরি সনের মাসগুলো ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইবাদত ও উপলক্ষ-অনুষ্ঠান পালন করতে হিজরি সন গণনার ওপর নির্ভর করতে হয়। ফলে বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশগুলোতে সরকারি ছুটির ক্যালেন্ডার তৈরির সময় আনুমানিক দিন গণনা করে মাসের হিসেবে সম্ভাব্য তারিখে শবেবরাত, রমজান, ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে মেরাজসহ অন্যান্য দিবস নির্ধারণ করা হয়ে থাকে। তবে চাঁদ দেখার উপর নির্ভরশীল বলেও জানিয়ে দেওয়া হয়।
আরবি বছর গণনা করা হয়ে থাকে ৩৫৫ বা ৩৫৬ দিনে। এদিকে বাংলা বা ইংরেজি বছরগুলো নির্দিষ্টভাবে ৩৬৫ দিনে হয়ে থাকে। ফলে প্রতি বছর ইসলামি আচারগুলো ১০ থেকে ১১ দিন করে এগিয়ে যায়। এই বছর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, মিশর এবং বাহরাইনে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ২ এপ্রিল থেকে। তারপর দিন রমজান মাস শুরু হয়েছিল অনেক দেশেই। মূলত চাঁদ দেখার উপর নির্ভর করে নির্ধারণ করা হয়।
সবমিলিয়ে মধ্যপ্রাচ্যে ২০২৩ সালের ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে সিয়াম সাধনার মাস শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর ৩০ দিন রোজা রাখার পর ২১ এপ্রিল শুক্রবার পালিত হতে পারে পবিত্র ঈদ উল ফিতর। রমজানের জন্য ২৩ শে মার্চের অনুমানটি সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের ভবিষ্যদ্বাণী থেকে এসেছে। তবে চাঁদ দেখা সাপেক্ষে একদিন কিংবা দুইদিন এদিক সেদিক হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post