হজের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নতুন আইন অনুযায়ী হজের ফি পরিশোধের পর সঙ্গী যুক্ত করা যাবে না। এতে আরো বলা হয়েছে, যদি হজ যাত্রীদের নির্ধারিত ভিসা না থাকে অথবা সৌদি আরবের অভ্যন্তরে যাদের বৈধ ইকামা আছে তারা হজ পালন করতে পারবেন না। সোমবার সৌদির হজ মন্ত্রণালয় নতুন এই সিদ্ধান্ত জারি করে।
এতে আরও বলা হয়, হজের জন্য আবেদনকারী সৌদি আরবের অভ্যন্তরের হজযাত্রীদের ই-ট্র্যাকের মাধ্যমে আচার-অনুষ্ঠান সম্পাদনের জন্য তার রিজার্ভেশন বাতিল করতে পারেন।
দেশীয় হজযাত্রীদের কাছে হজ প্যাকেজের খরচ একবারে পরিশোধ না করে তিন কিস্তিতে হজ প্যাকেজের খরচ পরিশোধের ব্যবস্থা আছে। যেমনটি আগের বছরগুলোর ক্ষেত্রে ছিল। মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য হজযাত্রীরা তাদের জায়গা রিজার্ভেশনের জন্য মোট ব্যয়ের ২০ শতাংশ অগ্রিম অর্থ জমা দিতে পারেন। নিবন্ধনের পর ৭২ ঘন্টার মধ্যে অগ্রিম অর্থ জমা দিতে হবে।
দ্বিতীয় কিস্তিতে, হিজরি রজব মাসের ৭ তারিখের মধ্যে দিতে হবে এবং তৃতীয় কিস্তি শাওয়াল মাসের ১০ তারিখের মধ্যে দেওয়া যাবে। প্রতিটি পেমেন্টে একটি পৃথক চালান থাকবে উল্লেখ করে মন্ত্রণালয় বলেছে, হজযাত্রী সময়মতো অর্থ প্রদান করলে হজে অংশ নেওয়া “নিশ্চিত” হয়ে যাবে। অর্থ প্রদান সম্পূর্ণ না হলে রিজার্ভেশন বাতিল করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post