বৃহস্পতিবার থেকে ওমানের উত্তরাঞ্চলে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের আশংকা করছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার এক আবহাওয়া বুলেটিনে বলা হয়, মৌসুমি বায়ু ওমানের আকাশে অবস্থান করছে। বৃষ্টিপাত চারদিন স্থায়ী হতে পারে। ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টারের সাম্প্রতিক আবহাওয়ার মানচিত্র এবং বিশ্লেষণ দেখায় যে, ৮ জানুয়ারি রবিবার পর্যন্ত ওমানকে প্রভাবিত করতে পারে এই মৌসুমি বায়ু। আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালকের মতে, মুসান্দাম এবং উত্তর বাতিনাহ প্রদেশগুলোতে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post