পর্যটকদের আকৃষ্ট করতে দুবাই মদের ওপর ৩০ শতাংশ ভ্যাট বাতিল করেছে। ফলে এখন থেকে দেশটিতে মদ খাওয়ার জন্য কোনো পর্যটককে আর ৩০ শতাংশ ভ্যাট দিতে হবে না। এছাড়া বাতিল করা হয়েছে ব্যক্তিগত বারের লাইসেন্স ফিও।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে যুক্ত দুবাইয়ে এ নিয়ম কার্যকর হয়। এ ঘোষণার ফলে এখন থেকে আরও কম খরচে মদ পাবেন দুবাই ভ্রমণে যাওয়া পর্যটকরা। যা দেশটির অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
উপসাগরীয় কোনো দেশে মদের ব্যাপারে এমন সিদ্ধান্ত নেওয়া সত্যিই অকল্পনীয়। কিন্তু সংযুক্ত আরব আমিরাত সরকার সেগুলোকে বাস্তবে রূপ দিয়েছে। সরকার সব উপায়ে পর্যটকদের আকৃষ্ট করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। নববর্ষে এ ঘোষণার আগেই দুবাইয়ে অ্যালকোহল সংক্রান্ত নিয়ম অনেকটাই শিথিল করা হয়েছে। রমজান মাসে দুবাইয়ে মদ বিক্রির ওপর আর নিষেধাজ্ঞা নেই। করোনা লকডাউন চলাকালীন, মদ হোম ডেলিভারিরও অনুমতি দেওয়া হয়েছিল। এটি অ্যালকোহল সম্পর্কিত সংযুক্ত আরব আমিরাত সরকারের একটি সাহসী সিদ্ধান্ত বলে মনে করা হয়।
বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক দুবাই ভ্রমণ করেন। এ খাত থেকে প্রতিবছর সরকারের বিপুল পরিমাণ আয় হয়। আয়ের এ ধারাকে অব্যাহত রাখতে নানা সংস্কারমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করছে দেশটির সরকার। পর্যটকরা দুবাইয়ের অর্থনীতিতে অনেক অবদান রাখেন। যার কারণে অ্যালকোহলও দুবাইয়ের অর্থনীতির একটি বিশেষ অংশ হয়ে উঠেছে। সর্বশেষ সিদ্ধান্তটিও নেওয়া হয়েছে শুধুমাত্র পর্যটকদের আকৃষ্ট করার জন্য, যা সরকারও লাভবান হতে পারে।
আপনি যদি দুবাইয়ে মদ্যপান করেন, তবে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে, অন্যথায় আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এ নিয়মগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি প্লাস্টিকের কার্ড। এই কার্ডটি দুবাই পুলিশ দেয়। এই কার্ডটি দুবাইয়ে অ্যালকোহল কেনার অনুমতির মতো। আপনার যদি এই কার্ড থাকে তবেই আপনি মদ পাবেন। নাহলে আপনাকে জরিমানা করা হতে পারে। এমনকি গ্রেপ্তারেরও বিধান রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post