প্রবাসী ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে শরীয়তপুরের ডামুড্যায় গাড়ি উল্টে কাউছার মাঝি (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। কাউছার মাঝি উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর ভয়রা গ্রামের মৃত বারেক মাঝির ছেলে।
নিহত কাউছার আগামী ১২ তারিখ জীবিকা নির্বাহের জন্য সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গতকাল কাউছার ও তার পরিবারের সদস্যরা ঢাকা যান তার ভাই সিঙ্গাপুরপ্রবাসী আল আমিন মাঝিকে আনার জন্য। ভাইকে নিয়ে ফেরার জন্য রাত ১০টার সময় একটি প্রাইভেট কার ভাড়া করেন তারা। যাত্রাপথে গাড়িটি উপজেলার কনেশ্বর ইউনিয়নের মাঝেরটেক এলাকায় পৌঁছলে ঘন কুয়াশায় গাড়িটি দুর্ঘটনার শিকার হয়, উল্টে পাশের পুকুরে পড়ে যায়। এতে গাড়িতে থাকা কাউছারসহ পাঁচজন গাড়ির ভেতরে আটকা পড়েন। এ সময় টহল পুলিশ ও স্থানীয়রা এসে তাদের গাড়ি থেকে বের করে পুলিশের ভ্যানে করে হাসপাতালে পাঠান। হাতপাতালে নেওয়ার পথে কাউছার মারা যান। বাকিদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।
স্থানীয় দুলাল পেদা বলেন, ‘হঠাৎ করেই চিৎকার শুনে আমি ঘর থেকে বের হই। পরে রাস্তার পাশে পুকুরের মধ্যে একটি প্রাইভেট কার পড়ে থাকতে দেখি। এ সময় আমি এবং অনেকে মিলে দ্রুত পুকুরে নেমে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ’
ডামুড্যা থানার এসআই সফি উল্লাহ বলেন, ‘আমরা রাতে টহলে ছিলাম। হঠাৎ করেই চিৎকার শুনতে পেয়ে ছুটে আসি। স্থানীয়দের সহায়তায় আমরা সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পথে কাউছার নামের একজনের মৃত্যু হয়। ’
ডামুড্যা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাসেম সিকদার বলেন, ‘আমরা রাতে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই। সেখানে আমরা যাওয়ার আগেই স্থানীয়রা সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। পরে আমরা নেমে গাড়িতে আর কেউ ছিল কি না দেখার জন্য তল্লাশি চালাই। ’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post