শুধুমাত্র পরিবার প্রিয়জনকে একটু ভালো রাখার জন্য বিদেশে পাড়ি জমান অনেকেই। দেশে কর্মসংস্থান না হওয়ায় উজ্জ্বল ভবিষ্যতের আশায় বিদেশ যেয়ে কেউ লাশ হয়ে ফিরতে চান না। অথচ ভাগ্যের নির্মমতায় মাঝ পথেই থমকে যায় অনেকের জীবন, তেমনি একজন ওমান প্রবাসী মো.হেলালের(৪০)।
সাত মাস বয়সী মেয়েকে দেখার জন্য দেশে আসার কথা ছিল ওমান প্রবাসী মো.হেলালের। ভাগ্যের নির্মম পরিহাসে মেয়ের মুখ দেখার আগেই মারা গেলেন তিনি। গত শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় ওমানের একটি হাসপাতালে মারা যান তিনি। এর আগে গত শুক্রবার ওমানের মাস্কের্টে কাজ করার সময় কাঠের সিলিং তুলতে গিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন হেলাল। পরে আহত অবস্থায় তাকে ওমানের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রবাসী হেলাল উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টিলাপাড়া এলাকার বাসিন্দা। দুই মেয়ে রয়েছে তার। ওমানে প্রবাসী মো. হীরামন বলেন, গত শুক্রবার কাজ করার সময় মাথায় কাঠের সিলিং পড়ে আহত হন হেলাল। সেখাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাতে তার মৃত্যু হয়। দূতাবাসের কাগজপত্র ম্যানেজ হলে আগামী ১০ জানুয়ারি তার মরদেহ দেশে পাঠানো সম্ভব হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post