মো.আলাউদ্দীন, হাটহাজারী
ওমানে দুর্ঘটনায় নিহত হাটহাজারী উপজেলার ৮নং মেখল ইউনিয়নের মরহুম মো.শাহজাহানের (৪৫) বাড়িতে চলছে শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা তার পরিবার। স্ত্রী, সন্তান ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। শনিবার(৩১ ডিসেম্বর) বিকালের শাহজাহানের বাড়িতে গেলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। গোটা পরিবারে চলছে শোকের মাতম। গ্রামবাসীও তার এমন মৃত্যুতে শোকাহত। নিহতের স্ত্রীর কান্নার শব্দে এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠে। “কেনো আল্লাহ আমাকে এত বড় সাজা দিলেন, আমার সন্তানদের কি হবে, তারা এতিম হয়ে গেলো” এসব বলে বলে বিলাপ করতে করতে বার বার মূর্ছা যাচ্ছিলেন নিহতের স্ত্রী।
জানা যায়, হাটহাজারী উপজেলার ৮ নং মেখল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ আমির হোসেন বাড়ীর মো. নুর হোসেনের বড় ছেলে রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী মো.শাহজাহান ওমানের মিসফাহ এলাকায় একটা কোম্পানির গাড়ির গ্যারেজে কাজ করতো। গত শুক্রবার ৩০ ডিসেম্বর ছিলো তার ছুটির দিন। আর ছুটির দিনে বাড়তি আয়ের আশায় মাস্কাটের জেফনিন নামক স্থানে কাজ করতে যায় সে। সেখানে কাজ করার সময় দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজধানীর খোলা হাসপাতালে নিয়ে যায়। ওইদিন সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহজাহানের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে পাথর গোটা পরিবার। পরিবারের কর্মক্ষম বড় সন্তানকে হারিয়ে সবাই এখন দিশেহারা। পরিবার সূত্রে জানাগেছে, গত প্রায় ১৮ বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় ওমানে পাড়ি জমানো শাহজাহান। মৃত্যুর পূর্বে গত ৯ মাস পূর্বে দেশে এসেছিলেন তিনি। ভাগ্যের নির্মমতায় এবার বাক্সবন্দী হয়ে দেশে ফিরবেন শাহজাহান। বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ২/৩ দিনের মধ্যে লাশ দেশে আনা হবে।
নিহতের স্ত্রীর ভাই বেলালের সাথে কথা হলে তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, শাহজাহানের তিনটি কন্যা সন্তান রয়েছে। প্রথম মেয়ের বয়স ১০ বছর, আর ছোট মেয়েটার জন্ম হয় মাত্র ৪ মাস আগে। যে এখনও তার জন্মদাতা বাবার স্পর্শ পায়নি। পরিবারের সচ্ছলতার জন্য প্রবাস জীবনে পাড়ি জমিয়েছিলেন শাহজাহান, কিন্তু স্বচ্ছলতার জায়গায় আজ পরিবারে আহাজারি ছাড়া কিছু নেই।’ তিনি এবার ছুটিতে দেশে আসলে নিজ ঘরের চলমান নির্মাণকাজ সমাপ্ত করারও কথা ছিলো। ভাইয়ের সে আশা আর পূরণ হলো না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post