সৌদি আরব চলছে ব্যাপক ধরপাকড়। গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে প্রায় ১৬ হাজার প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। বসবাস, শ্রম আইন এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতারের কথা জানিয়েছে সৌদি পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহজুড়ে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিটের যৌথ ফিল্ড ক্যাম্পেইনের সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ৮ হাজার ৮০৮ জন রেসিডেন্সি সিস্টেম লঙ্ঘনকারী, ৪ হাজার ৩৮ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী এবং শ্রম আইন লঙ্ঘনকারী আছেন ২ হাজার ৪৮২ জন। এছাড়া সীমান্ত অতিক্রম করে সৌদি প্রবেশের চেষ্টাকালে আরও ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৪৮ শতাংশই ইয়েমেনি নাগরিক। এছাড়া ৪৭ শতাংশ ইথিওপিয়ান এবং ৫ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি সৌদি আরব থেকে অবৈধভাবে বের হওয়ার অপরাধে ১১৬ জনকে আটক করা হয়।
মন্ত্রণালয় আরো জানায়, রেসিডেন্সি ও ওয়ার্ক রেগুলেশন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার সাথে জড়িত থাকায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মানবপাচার এবং অবৈধ প্রবাসীদের আশ্রয় প্রশ্রয় অথবা যেকোনো ধরণের সহায়তা কারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিবহন ও বাসস্থানের জায়গা বাজেয়াপ্ত করার পাশাপাশি ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ রিয়াল জরিমানা করা হবে এমন কথা জানিয়েছে মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post