প্রকৃতির অদ্ভুত এক খামখেয়ালিপনা যেন দেখল মরুর দেশ ওমানের জনগণ। উপসাগরীয় এই দেশটিতে গ্রীষ্মকালীন সময়ে ৫২ ডিগ্রি উত্তপ্ত তাপমাত্রা থাকলেও এখন তাপমাত্রা শূন্যের কোঠায়। টানা বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমতে শুরু করেছে পুরো ওমান জুড়ে। বৃহস্পতিবার থেকেই কমছে এই তাপমাত্রা।
দেশটির আবহাওয়া অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়, আল দাহিরা প্রদেশের একটি এলাকায় শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যার ফলে কিছু অঞ্চলে তুষারপাত দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ওমানে এক সপ্তাহের মধ্যে দুটি বায়ু নিম্নচাপের কারণে সব জায়গায় তাপমাত্রা হ্রাস পেয়েছে। কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এদিকে দেশটির আল-বুরাইমি, আল-দাহিরা, আল-উস্তা এবং ধোফারের কিছু অংশে ধুলিঝড়ের সম্ভাবনা আছে এমন সতর্কতা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এদিকে ওমানের পার্শ্ববর্তী দেশ সৌদি আরবের মরু ভূমিতেও তুষারপাতের খবর পাওয়া গেছে। তাবুক শহরের আল-লাওজ পার্বত্য এলাকায় ২৭ ডিসেম্বর স্থানীয় সময় রাত একটার দিকে এই তুষারপাত শুরু হয়। এই দৃশ্য দেখতে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন শহরটিতে এসেছেন। গত দু বছর ধরেই সৌদি আরবের উত্তরাঞ্চলের শহরগুলোতে তুষারপাতের দেখা মিলছে। এর আগে ২০১৮ সালে দেশটিতে ব্যাপক তুষারপাত হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post