ওমানের মাস্কাটে ভারী বৃষ্টিপাতের কারণে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। টানা বৃষ্টিপাতের কারণে ওমানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে সাধারণ মানুষকে অবিরাম সেবা দিয়ে যাচ্ছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এবং সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি।
তবে, এমন প্রাকৃতিক বিপর্যয়ের সময়েও কিছু মানুষ নিজেদের দুঃসাহস দেখাতে যান। আর এতে যেমনি নিজেরা বিপদের সম্মুখীন হচ্ছেন ঠিক তেমনিভাবে পুলিশের উপর চাপ বেড়ে যাচ্ছে। আর তাই বৃষ্টিপাতের সময় যারা আইন অমান্য করে ওয়াদি পারাপার হচ্ছেন, তাদেরকে হুশিয়ারি করে পুলিশ জানিয়েছে, যারা আকস্মিক বন্যার মধ্যে দুঃসাহসিক সাহস দেখাচ্ছে তাদের বিরুদ্ধে জরিমানার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। সেইসাথে তাদের যানবাহনও আটক করে রাখা হবে। পুলিশ বলছে, বন্যার মধ্যে অকারণে গাড়ি নিয়ে রাস্তায় বের হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ওমান পুলিশ।
ক্ষয়ক্ষতি এড়াতে নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। একইসাথে অতি প্রয়োজন ব্যতীত বাড়ির বাহিরে না যেতে অনুরোধ জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। সেইসাথে জলাবদ্ধ রাস্তায় গাড়ি চালানোর সময় গাড়িচালকদের সাবধানতা অবলম্বন করার জন্য সতর্ক করেছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post