খেজুরের তেলে চলবে গাড়ি, শুনতে অবাক হলেও এমনই তাক লাগানো আবিষ্কার করেছে ওমানের একদল গবেষক। বিশ্বে প্রথমবারের মতো খেজুরের বীজ থেকে তৈরি বায়োডিজেল দিয়ে একটি বাস চালিয়ে পরীক্ষা করেছে সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের (এসকিউইউ) একদল গবেষক।
সোমবার (২৬ ডিসেম্বর) দেশটির জাতীয় যাত্রিসেবা প্রতিষ্ঠান মাওয়াসালাতের একটি বাস আল খুদে অবস্থিত সুলতান কাবুস ইউনিভার্সিটি কালচারাল সেন্টার থেকে যাত্রা শুরু করে, যা সুলতান কাবুস স্ট্রিট, আল আলম প্যালেস ঘুরে পুনরায় আল খুদ ফিরে আসে। বিশ্বে প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী জৈব জ্বালানী নিজেদের পরীক্ষাগারে উৎপাদন করেছে ওমান।
পরীক্ষাকালীন সময়ে ওমানের পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডার-সেক্রেটারি খামিস বিন মোহাম্মদ আল শামকী এবং কর্মকর্তাদের উপস্থিতিতে ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ ড. ফাহাদ বিন আল জুলান্ডা আল সাইদ এই বাসটির উদ্বোধন করেন।
গবেষকরা জানান, কার্যকর বাণিজ্যিক প্রকল্পগুলোতে রূপান্তরিত করার জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করা জরুরি, যা ২০৫০ সালের মধ্যে শূন্য কার্বন নিরপেক্ষতায় পৌঁছাতে সহায়তা করবে। আল শামকি বলেন, এই অর্জন নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে যাওয়ার জন্য সরকারের উদ্যোগের সাথে মিলে যায়, কারণ পরিবহন খাত কার্বন নির্গমনের একটি বড় অংশের জন্য দায়ী।
প্রকল্পটি বাস্তবায়ন হলে শূন্য কার্বন নিরপেক্ষতা অর্জনে অবদান রাখবে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। সেইসাথে টেকসই উৎসগুলো খুঁজে বের করবে যা অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধির জন্য সুযোগ তৈরি করতে সহায়তা করে। একই সঙ্গে টেকসই উন্নয়নের মধ্যে ভারসাম্য অর্জন করে এবং জলবায়ু পরিবর্তনে বেশ অবদান রাখবে বলে মনে করছেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post