নিম্নচাপের কবলে পড়ে ভারী বৃষ্টিপাতের শিকার মাস্কাট। যার ফলে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। তাছাড়া বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় যান চলাচলে পড়েছে বাঁধা। ইতিমধ্যেই পানিতে আটকেপড়া ৫১ জনকে উদ্ধার করেছে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ)। প্রতিকূল আবহাওয়ার মধ্যে জরুরী আবেদনের প্রেক্ষিতে তাদেরকে উদ্ধার করার কথা জানিয়েছে সিডিএএ।
আজ (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে সিডিএএ মাস্কাট প্রদেশের জনগণকে বৃষ্টির সময় সতর্ক থাকতে এবং সুরক্ষা নির্দেশাবলী অনুসরণ করার আহ্বান জানিয়েছে। মাস্কাটের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স বিভাগের উদ্ধারকারী দল জলাবদ্ধতা ও উপত্যকায় গাড়ি আটকের বেশ কয়েকটি রিপোর্ট নিয়ে কাজ করছে বলে জানিয়েছে।
বৃষ্টির কারণে কর্তৃপক্ষের অপারেশন সেন্টারটি মাস্কাট প্রদেশে ৩০টি রিপোর্ট পেয়েছে। মাস্কাটের বেসামরিক প্রতিরক্ষা ও অ্যাম্বুলেন্স বিভাগের উদ্ধারকারী দল সব রিপোর্টের বিষয়ে কাজ করেছে। যার ফলে ৫১ জনকে উদ্ধার করা হয়েছে, তবে এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post