প্রবাসীদের জন্য আলাদা ইকোনমিক জোন করার দাবি জানিয়েছে প্রবাসীদের শীর্ষ সংগঠন ওয়ার্ল্ড এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন। ২২ ডিসেম্বর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো -বিএমইটি আয়োজিত অংশীজন সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন চৌধুরী সিআইপি এমন দাবী করেন।
সংগঠনটির মতে, সরকার প্রবাসীদের জন্য আলাদা ইকোনমিক জোন তৈরি করলে প্রবাসী ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করবেন। তাতে করে বাংলাদেশে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। ইয়াসিন চৌধুরী বলেন, অনেক অভিজ্ঞ ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছেন এবং প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন বিভিন্ন দেশে গ্লোবাল বিজনেস সামিট আয়োজন করে ব্যবসায়ীদেরকে দেশে বিনিয়োগের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।
বৈঠকে প্রবাসীদের নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরে এই নেতা বলেন, একজন প্রবাসী প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে দেশকে রেমিট্যান্স দিয়ে যাচ্ছে। কিন্তু একজন রেমিটেন্স যোদ্ধা যখন চিকিৎসার অভাবে বিদেশে মৃত্যুবরণ করেন তাকে দেশে পাঠানোর জন্য প্রবাসীদের দুয়ারে দুয়ারে গিয়ে চাঁদা কালেকশন করে তার মরদেহ দেশে পাঠাতে হয়, যা খুবই লজ্জাজনক।
প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনার দাবী সহ বেশকিছু দাবী তুলে ধরেন ইয়াসিন চৌধুরী। এরমধ্যে রয়েছে, প্রবাসীদের জন্য পেনশন সুবিধা চালু করা। ওয়েজ আর্নার বন্ডে প্রবাসীদের জন্য কোন ধরনের সীমারেখা না রাখা। উপজেলা ভিত্তিক প্রবাসী পল্লী বরাদ্দ দেওয়া এবং মহানগরে সরকারি ফ্ল্যাট ক্রয়ে প্রবাসীদেরকে অগ্রাধিকার দেওয়া। প্রবাসীদের জন্য সহনীয় পর্যায়ে আলাদা বিমানভাড়া নির্ধারণ করা। সরকারের নেওয়া প্রবাসীদের ব্যাপারে যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নীতি নির্ধারণী কমিটিতে প্রবাসীদের কে অন্তর্ভুক্ত করা।
বাংলাদেশ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এবং মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রবাসীর সন্তানদের আলাদা কোটা রাখা। বিদেশে বসে দূতাবাসের মাধ্যমে ভোটার আইডি কার্ড করার সুযোগ দেওয়া। প্রবাসীদের জন্য পাসপোর্ট প্রক্রিয়া আরও সহজ করা। বিদেশে অসুস্থ শ্রমিকদের সরকারি খরচে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা।
সরকারের আর্থিক সহযোগিতার ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ে তালিকা তৈরি করে নিম্নআয়ের প্রবাসী শ্রমিকদের পরিবারকে আর্থিক সহযোগিতার আওতায় আনা। প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা বলার জন্য মহান জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধি নিয়োগ দেওয়া। এই দাবীগুলো বাস্তবায়ন করলে যেমনিভাবে সরকারের ভাবমূর্তি বৃদ্ধি পাবে তেমনি রেমিট্যান্সের গতিও অনেক বৃদ্ধি পাবে বলে দাবী প্রবাসীদের।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বায়রার সাবেক সভাপতি বেনজীর আহমেদ, সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম এনডিসি, ওয়ার্ল্ড এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান সিআইপি সহ বায়রার নেতারা উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post