ফার্নিচার ব্যবসায়ী সোহেল রানা। ওই গৃহবধূ ফার্নিচার কিনতে গেলে সোহেল রানার সঙ্গে পরিচয় হয়। তবে স্বামী প্রবাসী হওয়ায় বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিতেন সোহেল। একপর্যায়ে একটি বাড়িতে নিয়ে ভীতি দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন সোহেল। শুধু তাই নয়, সেই ভিডিও ধারণ করেন মোবাইল। পরে সোহেল ও তার বন্ধুরা সেই ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে আট লাখ টাকা হাতিয়ে নেন। পরে আরো টাকা চাইলে তা দিতে অপারগতা প্রকাশ করেন ওই গৃহবধূ। টাকা না পেয়ে ওই ভিডিও ও ছবি প্রবাসী স্বামীর কাছে পাঠিয়ে দেন।
ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনীতে। এ ঘটনায় ফার্নিচার ব্যবসায়ী সোহেল রানার নামে গাংনী থানায় পর্ণগ্রাফি মামলা করেন ওই গৃহবধূ। বুধবার দুপুরে ওই মামলায় সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সোহেল রানা গাংনী উপজেলা শহরের বাজার পাড়া এলাকার ইদ্রীস আলীর ছেলে। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ফার্নিচার ব্যবসায়ী সোহেল রানা। ওই গৃহবধূ ফার্নিচার কিনতে গেলে সোহেল রানার সঙ্গে পরিচয় হয়। তবে স্বামী প্রবাসী হওয়ায় বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিতেন সোহেল।
একপর্যায়ে একটি বাড়িতে নিয়ে ভীতি দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন সোহেল। শুধু তাই নয়, সেই ভিডিও ধারণ করেন মোবাইল। পরে সোহেল ও তার বন্ধুরা সেই ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে আট লাখ টাকা হাতিয়ে নেন। পরে আরো টাকা চাইলে তা দিতে অপারগতা প্রকাশ করেন ওই গৃহবধূ। টাকা না পেয়ে ওই ভিডিও ও ছবি প্রবাসী স্বামীর কাছে পাঠিয়ে দেন।
তিনি আরো বলেন, এ ঘটনায় পর্ণগ্রাফি মামলা করেন ওই গৃহবধূ। বুধবার দুপুরে ওই মামলায় সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post