করোনা মহামারির কারণে দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে মাস্কাট উৎসব। পূর্বের মাস্কাট ফেস্টিভ্যালের নাম পাল্টে এবার ‘মাস্কাট নাইটস’ নামে শুরু হবে এই আয়োজন। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
পৌরসভা এক অনলাইন বিবৃতিতে জানিয়েছে, তারা গত ১৬ নভেম্বর মাস্কাট নাইটস ইভেন্টের জন্য একটি লোগো ডিজাইন করার জন্য আগ্রহী ও প্রতিভাবান ব্যক্তিদের নিয়ে প্রতিযোগিতা করে। সেখানে ৩৪ জন অংশগ্রহণকারীর মধ্যে আলি বিন সাইদ আল-ওয়ালির কশাটি মাস্কাট নাইটসের অফিসিয়াল লোগো হিসাবে গৃহীত হয়। এদিকে দীর্ঘ বিরতির পর ফের মাস্কাট উৎসবের ঘোষণায় খুশির আমেজ লক্ষ করা গেছে প্রবাসী ও নাগরিকদের মাঝে। ওমানের বৃহত্তম এই মেলা উপভোগ করতে অপেক্ষার প্রহর গুনছেন সবাই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post