২০২৩ সালে উচ্চ বেতনভোগী ব্যক্তিদের উপর আয়কর চাপানোর পরিকল্পনা করছেনা ওমান সরকার। একইসাথে মূল্য সংযোজন কর (ভ্যাট) ৫ শতাংশের বেশি বৃদ্ধি হবেনা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী সুলতান বিন সালিম আল হাবসি। মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান।
অর্থমন্ত্রীর বরাত দিয়ে ওমান অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়, ইন্টিগ্রেটেড ন্যাচারাল গ্যাস কোম্পানি প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনাধীন রয়েছে, যা শক্তি উন্নয়ন ওমানের আদলে কাজ করবে। ২০২৩ সালের বাজেটে সরকারি ব্যয় ৭ শতাংশ বেড়ে ১২ দশমিক ৯৫ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে, যা মোট রাজস্বের ১১ শতাংশ এবং জিডিপির ৩ শতাংশ। আল হাবসি বলেন, ২০২৩ সালের সাধারণ বাজেটের খসড়া তৈরির সময় বৈশ্বিক অর্থনৈতিক ও ভু-রাজনৈতিক উন্নয়ন বিবেচনা করা হয়েছে।
তিনি আরও বলেন, অর্থায়ন ও বিনিয়োগে ব্যাংকিং খাতের ভূমিকা জোরদার করতে ওমানের কেন্দ্রীয় ব্যাংক (সিবিও) এবং ক্যাপিটাল মার্কেট অথরিটির (সিএমএ) সঙ্গে যৌথভাবে এসব উদ্যোগ ও কর্মসূচি পরিচালনা করা হবে-যা রাজস্ব ভারসাম্য অর্জনের জন্য জাতীয় কর্মসূচির লক্ষ্য পূরণ করবে। বৈশ্বিক মহামারি এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মাঝেও ওমানের মুদ্রাস্ফীতি ৩ শতাংশের মধ্যে রয়েছে। বর্তমানে ওমানের অর্থনীতি নিরাপদ সীমানার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post