অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি ও গ্রাহকদের ফাঁকি দেওয়ার অভিযোগে ওমানের দক্ষিণ আল বাতিনা প্রদেশের একটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে জেল জরিমানা করেছে দেশটির পাবলিক অথরিটি ফর কনজিউমার প্রটেকশন।
মঙ্গলবার পাবলিক অথরিটি ফর কনজিউমার প্রটেকশন (পিএসিপি) অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলেছে: “দক্ষিণ আল বাতিনায় গ্রাহক সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে একটি ভ্রমণ ও পর্যটন সংস্থার বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। এসময় সংস্থার মালিক দোষী সাব্যস্ত হওয়ায় তাকে কারাগারে পাঠিয়েছে পিএসিপি।”
আরও পড়ুনঃ এমপি পাপুলকে নিয়ে কুয়েতে নতুন মোড়
পিএসিপি বলেছে: “গ্রাহকদের সুরক্ষায় আমরা সবসময় কঠোর অবস্থানে রয়েছি। কারণ করোনাভাইরাসের মধ্যে কেউ যেন গ্রাহকদের সাথে কোনও প্রকার প্রতারণা না করতে পারে সেদিকে বেশ নজর রয়েছে আমাদের। দক্ষিণ আল বাতিনার ট্রাভেল সংস্থাটি বেশ কিছুদিন ধরে গ্রাহকদের থেকে বিমান টিকেটের দাম দ্বিগুণ নিয়ে আসছিলো। এই ধরনের বেশ কয়েকটি অভিযোগের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পিএসিপি। একই সাথে অনেক গ্রাহকদের সাথে প্রতারণা করারও অভিযোগ রয়েছে এই সংস্থাটির বিরুদ্ধে।” সুত্রঃ টাইমস অব ওমান
আরও দেখুনঃ প্রবাসীদের নিয়ে যা বললেন মিশা সওদাগর ও র্যাবের এই কমান্ডার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post