জমি নিয়ে বিরোধের জেরে জেসমিন আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে তিনি ৯ জনের নামে লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা হলেন-ফারুক হোসেন, আবুল কালাম, সুমন হোসেন, আবুল খায়ের, হোসেন আহম্মদ ও অজ্ঞাত ৪ জন। তারা সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শহর কসবা গ্রামের বাসিন্দা।
আহত জেসমিন একই এলাকার ওমান প্রবাসী মো. হাছানের স্ত্রী। তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে জেসমিনদের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলছিল। এনিয়ে লক্ষ্মীপুর আদালতে মামলা চলমান। ওই মামলায় মঙ্গলবার বিকেলে স্থানীয় ইউলি তহশিলদারসহ অ্যাসিল্যান্ড অফিস থেকে কয়েকজন তদন্তে যান। তদন্ত শেষে তারা চলে যান। এরপর জেসমিন বাড়ির দিকে যাচ্ছিলেন।
স্থানীয় সাহাব উদ্দিনের দোকানের সামনে পৌঁছলেই অভিযুক্তরা তার ওপর হামলা করে। এসময় লোহার জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি তাকে পেটানো হয়। এতে জিআই পাইপের আঘাতে তার মাথায় জখম হয়। এছাড়া পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। একপর্যায়ে গলা টিপে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। অভিযুক্তরা তার গলা থেকে এক ভরি ওজনের (প্রায় ৮০ হাজার টাকা) একটি সোনার চেইন নিয়ে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। বক্তব্য জানতে চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে তারা আত্মগোপনে রয়েছে।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post