২০২৩ সালের প্রথম তিন মাসে ২৮৮ টি সরকারী পরিষেবা ফি হ্রাস, বাতিল এবং সমন্বয় করা হবে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ওমানের অর্থ মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে। এই সরকারী পরিষেবার মধ্যে আছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ফি, বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয়, পরিবেশ কর্তৃপক্ষ, পৌরসভা খাতের ফি এবং বেসামরিক প্রতিরক্ষা ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ নির্ধারিত ফি।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানিয়েছে, তাদের অধীনস্থ ১৬টি ফি কমানো, বাতিল ও সমন্বয় করা হয়েছে। উত্তরাধিকারীদের সঙ্গে সম্পর্কিত এজেন্সি ফিগুলো প্রতিটি সেবা গ্রহীতার জন্য ১ রিয়াল নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয় জানায়, ১২৭টি ফি যা বুদ্ধিবৃত্তিক সম্পত্তি পরিষেবা, কোম্পানি এবং ব্যক্তিদের জন্য পেটেন্ট নিবন্ধন পরিষেবাগুলো অন্তর্ভুক্ত করে তা কমানো, বাতিল এবং সমন্বয় করা হয়েছে।
মিউনিসিপ্যালিটি সেক্টরে ১০৯টি ফি কমানো, বাতিল এবং সমন্বয় করা হয়েছে। এই খাতে কাগজের ফর্মের সঙ্গে সংশ্লিষ্ট সব ফি বাতিল করা হয়েছে এবং সেগুলো ডিজিটাল করা হয়েছে। পরিষেবাগুলোর সহজলভ্য করতে এবং পরিষেবা-সম্পর্কিত প্রয়োজনীয়তা হ্রাস করার জন্য স্কিমগুলো পর্যালোচনা সম্পর্কিত বেশ কয়েকটি ফি সরলীকরণ করা হয়েছে।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post