সংযুক্ত আরব আমিরাতের মতো ওমানেও চালু হয়েছে গোল্ডেন ভিসা। দেশটির ভিশন ২০৪০ বাস্তবায়নে প্রবাসী ব্যবসায়ীদের আকৃষ্ট করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এরইমধ্যে অনেক বাংলাদেশি প্রবাসী গুরুত্বপূর্ণ এই গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন। বিভিন্ন সূত্রে জানাগেছে, ওমানে বর্তমানে প্রায় ১৬ জন বাংলাদেশি এই গোল্ডেন ভিসা পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন, ইয়াসিন চৌধুরী সিআইপি, শেখ ফাহাদ, আবু ইউসুফ, মনিরুল ইসলাম রকি সহ আরো অনেকেই।
জানাগেছে, বিত্তবান বিদেশিদের আকৃষ্ট করে জ্ঞান-বিজ্ঞান, বিনোদনে সমৃদ্ধ করতে ২০১৯ সালে গোল্ডেন ভিসা চালু করে সংযুক্ত আরব আমিরাত। এর সুফলও পেয়েছে দেশটি। আমিরাতের এ ফর্মুলায় কয়েকমাস আগে একই ধরনের ভিসা চালু করে পার্শ্ববর্তী দেশ ওমান। এই সুযোগ কাজে লাগাচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।
গোল্ডেন ভিসার পাশাপাশি নিজের নামে লাইসেন্স করে ব্যবসার সুযোগও দিচ্ছে ওমান সরকার। পূর্বে দেশটিতে প্রবাসীদের ব্যবসা বাণিজ্য করা বেশ কষ্টসাধ্য হলেও বর্তমানে আর নেই। এখন শতভাগ নিজের নামে ব্যবসা করা যায় ওমানে। এ ছাড়াও ব্যবসায়ীদের জন্য নানা সুযোগ সুবিধাও দিচ্ছে ওমান সরকার।
করোনা পরবর্তী সময়ে নিজের দেশের অর্থনীতি চাংগা করতে ভিসা পদ্ধতিতেও ব্যাপক পরিবর্তন আনে ওমান। যার মধ্যে ইনভেস্টর ভিসা অন্যতম। তবে প্রবাসীদের জন্য দেশটির সর্বোচ্চ সম্মানসুচক ভিসা হচ্ছে গোল্ডেন ভিসা। যা হাতেগোনা কয়েকজন বাংলাদেশি পেয়েছেন।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post