কুমিল্লার লালমাই উপজেলায় প্রবাসীর স্ত্রীর ৩০ ভরি সোনা হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে গ্রেপ্তারদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান জেলা ডিবি পুলিশের এসআই মো. জাহাঙ্গীর আলম। রোববার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জাহাঙ্গীর জানান।
গ্রেপ্তাররা হলেন ওই গ্রামের মো. পারভেজ হোসেন, মো. আফজল হোসেন ও আরিফ মিয়া। তবে চক্রটির হোতা এখনও অধরা। উদ্ধার হয়নি হাতিয়ে নেওয়া সোনার অলঙ্কারগুলোও। এসআই জাহাঙ্গীর আলম বলেন, জিনের বাদশা সেজে স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার ঘটনায় গত ৫ সেপ্টেম্বর লালমাই থানায় একটি মামলা করেন আয়েশা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী।
মামলায় প্রবাসীর স্ত্রী বলেন, জিনের বাদশা সেজে বড়লোক হওয়ার স্বপ্ন দেখিয়ে তার এবং স্বজনদের থেকে আনা ৩০ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় একটি চক্র। আয়েশা নিজে সোনাগুলো প্রতারক চক্রের এক সদস্যের হাতে তুলে দেন। পরে বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপর থানায় এসে মামলা করেন।
এসআই জাহাঙ্গীর আলম আরও বলেন, চলতি সপ্তাহে জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান স্যারের নির্দেশে মামলটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্ব পাওয়ার পর তথ্য-প্রযুক্তির সহয়তায় রোববার রাতে গাইবান্ধায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে জাহাঙ্গীর আলম বলেন, ওই তিনজন জিনের বাদশা দলের সদস্য বলে স্বীকার করেছেন। তবে এ কাজে আরও কয়েকজন জড়িত আছেন। তারা আরও ভয়ঙ্কর! তারা প্রতারণা করে ওই প্রবাসীর স্ত্রীর যে সোনার অলংকারগুলো নিয়েছে, সেগুলো চক্রের হোতার হাতে তুলে দিয়েছেন; হোতা এরই মধ্যে সেগুলো বিক্রিও করে দিয়েছেন।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post