ওমানের সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে নৈশভোজের আয়োজন করেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক। দিবসটি উপলক্ষে রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আল আলম প্যালেসে নৈশভোজের আয়োজন করেন তিনি।
ওমানের এই গৌরবোজ্জ্বল দিনে সমস্ত সামরিক কাঠামো এবং সাহসী সশস্ত্র বাহিনীর ইউনিটকে সুপ্রিম কমান্ডারের পক্ষ থেকে একটি সংবর্ধনা হিসেবে এই অনুষ্ঠানটির আয়োজন করেন সুলতান। শত্রু বাহিনীর হাত থেকে নিজ দেশকে রক্ষা এবং এর স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পবিত্র দায়িত্ব পালনে তাদের মহান উৎসর্গের জন্য এমন রাজকীয় স্বীকৃতি দেন সুলতান।
আয়োজনটি সুলতানের বিজ্ঞ নেতৃত্বের অধীনে নিরাপত্তা, সম্প্রীতি ও শান্তির মরূদ্যান হিসাবে ওমানের মর্যাদা বজায় রাখার জন্য জাতীয় অর্জন রক্ষায় সুলতানের সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করা হয়। অনুষ্ঠানে প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রধানমন্ত্রী ছাড়াও কয়েকজন মন্ত্রী, সুলতানের সশস্ত্র বাহিনী (এসএএফ), রয়্যাল ওমান পুলিশ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post