শান্তিপ্রিয় দেশ ওমানে এবার ঘটলো হত্যাকান্ডের মত নির্মম ঘটনা। যেই দেশটিতে মারামারির খবর পর্যন্ত দেখা যায়না, সেখানে এমন খুনের খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। গতকাল দেশটির ইবরি অঞ্চলে এক নারী শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। সোমবার (১২ ডিসেম্বর) ওমানের জাতীয় গণমাধ্যম ওমান ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, রবিবার দেশটির দাহিরাহ প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
সাথেসাথেই হত্যার খবর সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়। সেই খবরে অনেকে ক্ষোভ ব্যক্ত করেন এবং কঠোর শাস্তির দাবি জানান। এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, ছুরি দিয়ে আঘাত করার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুন হওয়া এবং খুনে জড়িত অভয়ই ওমানি নাগরিক। তবে, কী কারণে এই হত্যাকান্ড, তা এখনো জানা যায়নি। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post